| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুঁলিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল সানিউল ফেরদৌস(২) নামের এক কোমল শিশুর। নিহত শিশু সানিউল উপজেলার সদর ইউপির অন্ততর্গত দর্জিপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, সানিউল তার মা বাবার সাথে উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়।
বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন পানি থেকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মারুফ হাসান ও তেতুঁলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি