| সোমবার, ২৭ এপ্রিল ২০২০
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে ত্রানের দাবীতে মহসড়ক অবরোধ করেছে ত্রান বঞ্চিতরা।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সকাল ১১টা থেকে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের দরবারপুর এলাকায় দিনাজপুর_রংপুর মহসড়কের দরবারপুরে এই সড়ক অবরোধ করা হয়।
ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছেন।
বিক্ষুব্ধরা অভিযোগ করেন, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজেদের আত্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। অথচ আমরা না খেয়ে আছি। আমাদের কাছে এখন পযর্ন্ত ত্রান দেয়া হচ্ছে না। আমাদের জীবন চলে গেলে যাক, কিন্তু আমরা ত্রান চাই।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি