| মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
জাহাঙ্গীর আলম, ত্রিশাল (ময়মনসিংহ):– ত্রিশাল পৌরসভার মেয়র ও আওয়ামী যুবলীগ ত্রিশাল উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব এবিএম আনিছুজ্জামান আনিছ বলেন ঈদের আনন্দ সকলের। আমি গরিবদের জন্য দুটো এবং এতিমদের জন্য একটি গরু কুরবানি দিব এবং এর মাংস তাদের মাঝে বিলিয়ে দিব ।চাউল, চিনি সহ সকল প্রকার প্রয়োজনীয় জিনিস ও দেয়া হবে। এ সময় তিনি আওয়ামীলীগের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি ঈদের আনন্দের মাঝেকিছু খরচ কমিয়ে হলেও গরীব ,অসহায় ও এতিমদের দান করার আহ্বান জানান । তিনি আজ দুপুরে ত্রিশাল পৌরসভার বিভিন্নস্থানে উপজেলা প্রশাসনের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বিনামূল্যে মাস্ক বিতরণের সময় এ কথা বলেন । তার সাথে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার কাউন্সিলর মোঃ শাহজাহান ,ফুয়াদ হাসান, নাসিমুল হক নাসিমসহ স্বেচ্ছাসেবক লীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ সুমন ,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি