| শনিবার, ০৯ মে ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৯ মে ২০২০। দিনটি উপলক্ষে এই মহান প্রতিষ্ঠানের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রথমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপাচার্য এই দুই মহান ব্যক্তির স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ গণ্য মাণ্য ব্যক্তিবর্গ যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন তাঁদের অবদানের প্রতি সম্মান দেখিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তাপরিষদের সাধারণ সম্পাদক,পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব) সহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচী পালন করা হয়।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি