| সোমবার, ২০ এপ্রিল ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল:
ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঘরবন্দী অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য ও প্রয়োজনীয় রান্না করার জিনিসপত্র দিয়ে অসহায় এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান আ ন ম ফারুক আহম্মেদ। তিনি আজ সোমবার দুপুরে তার নিজ এলাকা ত্রিশাল পৌরসভার চরপাড়া গ্রামের মানুষের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাংবাদিক ফারুক জানান,দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সব চেয়ে এলাকার হতদরিদ্র পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ দিন আনে দিন খায়।আর ওসব মানুষজন কাজে উদ্দেশ্য বাহির হতে পারছেনা।তাই মানবিক দিক থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন।তিনি এলাকার প্রভাবশালী ও দানশীল মানুষকে দেশের এ পরিস্থিতি মোকাবিলা করতে হতদরিদ্র দুস্হ লোকদের নিকট খাদ্য সামগ্রী দেওয়ার আহ্বান জানান।
Posted ৮:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি