| বুধবার, ১৫ এপ্রিল ২০২০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলেও করোনা ভাইরাসের সংক্রামণরোধে সামাজিক দুরত্ব বজায় রাখছে না এলাকার সাধারন মানুষ।
ত্রিশাল উপজেলা প্রশাসনের নির্দেশনায় হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের ক্রয় বিক্রয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জলের ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ইউনিয়নের বৃহৎ বাজার আহাম্মদাবাদ বাজারকে স্থানীয় খেলার মাঠে স্থানান্তরিত করেন। মঙ্গলবার ১৪ই এপ্রিল)দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার স্থানান্তর ওই কার্যক্রম পরিদর্শন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ইউপি সদস্য শাহজাহান খাঁন, রেজাউর রহমান নীরব, আবুল কাশেম, হারুন অর রশীদ, মোস্তফা কামাল ও আহমদ আলী বুলু প্রমূখ।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি