| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
জাহাঙ্গীর আলম,ত্রিশাল, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজি বুর রহমান এর জন্ম শতবার্ষিকী ( মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । আজ মঙ্গলবার দুপুরে ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির একশত গাছের চারা রোপন করে করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়াব আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাওন মজুমদার, ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
Posted ১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি