| সোমবার, ২৪ আগস্ট ২০২০
ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয় । আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতৱণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার । উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ড:হারুন অর রশিদ প্রমুখ। এ সময় ১১৪ জন গ্রাম পুলিশদের নিকট পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
Posted ১:২১ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি
| বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জ ( রাজশাহী) প্রতিনিধিঃ
দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব। (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টাই চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবীর খোন্দকার। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সভাপতি এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও অদম্য মেধাবী শিক্ষার্থীরা।
এসময় ৩৩ জন দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়। আগামীতেও এই মেধাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সভাপতি এ জেড এম নূরুল হক।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি