| বুধবার, ২৪ জুন ২০২০
জাহাঙ্গীর আলম, ত্রিশাল: দেশে কভিড ১৯ করোনা ভাইরাস পরিস্থিতি বিরাজ করায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রায় পাঁচ শতাধিক ডেকোরেটর শ্রমিকরা কাজ হারিয়ে বিপাকে পড়েছেন। জানা গেছে, নোভেল করোনাভাইরাস আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কারণে এলাকায় বিয়ে-শাদী, সভা সমাবেশ, মিলাদ মাহফিল কোন কিছুর অনুষ্ঠানের প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে না। প্রায় চার মাস যাবত এসব অনুষ্ঠান বন্ধ থাকায় ত্রিশাল উপজেলার ডেকোরেটর শ্রমিকরা পড়েছেন মহাবিপাকে। কাজকর্ম হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সময়ে তাদের পুরনো পেশা বাদ দিয়ে অনেকেই নতুন পেশায় কাজ করতে দেখা যাচ্ছে। অনেক শ্রমিকরাই রিক্সা ভ্যান চালাচ্ছেন। ত্রিশাল উপজেলা ডেকোরেটর সভাপতি সোহাগ মিয়া বলেন, কাজ হারিয়ে বর্তমানে ভ্যান চালিয়ে জীবিকার যুদ্ধে নেমেছি। ময়মনসিংহ জেলা ডেকোরেটর কারিগর শ্রমিক ইউনিয়ন ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল মিয়া জানান, আমি নিজে দীর্ঘদিন বেকার থাকার পর ইদানিং একটি আটো রিক্সা কিনেছি এটাই চালিয়ে সংসারের হাল ধরেছি। তাদের মতে ত্রিশাল উপজেলায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি