| রবিবার, ৩০ আগস্ট ২০২০
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :-
ময়মনসিংহে ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছেন র্যাব-১৪। আটককৃতরা হলেন, ট্রাক চালক মো. সামিউল ইসলাম (২৭) ও ট্রাকের সহকারী মো. আতিকুর রহমান (২০)। তাদের বাড়ী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাইনবোর্ড মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটিসহ ওই ২জনকে আটক করা হয়।
র্যাব-১৪’র সিনিয়র এএসপি তফিকুল আলাম জানান, ট্রাকে করে বিপুল পরিমান মাদক চালান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তাদের ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় মাদক আনা নেয়ার কাজ করতেন বলে স্বীকার করেন।
তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনের মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি
আনোয়ার সাদত জাহাঙ্গীর
ময়মনসিংহ
Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি