| রবিবার, ১২ জুলাই ২০২০
জাহাঙ্গীর আলম ,ত্রিশাল, ময়মনসিংহঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। রোববার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা ফজলে রাব্বী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু, আওয়ামীলীগ নেতা কামনুজ্জামান মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি