| সোমবার, ১৩ এপ্রিল ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল :
করোনার প্রভাবে পরিস্থিতিতে কর্মহীণ, অসহায়, হতদরিদ্র, নিম্ন ও মধ্যবিত্তের পরিবারে যখন খাদ্যের সংকট দেখা দিয়েছে ঠিক তখনই তাদের পাশে
দাড়িয়েছে ত্রিশাল উপজেলা যুবদল। সোমবার দুপুরে পৌর শহরের ৬নং ওয়ার্ডে উপজেলা যুবদলের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার প্রায় ৪শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা যুবদলনেতা মাজহারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ত্রিশাল উপজেলা যুবদলনেতা মাজহারুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা উপস্থিত ছিলেন। এসময় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজারও তাদের মাঝে
বিতরণ করা হয়।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি