| মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :-
ময়মনসিংহের ত্রিশালে বিনা খরচে শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান উপলক্ষে সচেতনতা সৃষ্টির প্রচারণা ও করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ঘটিকায় স্বেচ্ছাসেবকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহমুদুল হাসান।
এ সময় ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। ত্রিশালে বিনা খরচে শতভাগ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা গ্রহনের জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে প্রতিটি ইউনিয়ন সমন্বয়কের কাছে সচেতনা মূলক ব্যানার ও হান্ডবিল বিতরণ করা হয়।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি