| বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
জাহাঙ্গীর আলম, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:-
ময়মনসিংহের ত্রিশালে বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার, সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ত্রিশাল শাখার মোঃ এনামুল হক খান সভাপতি ও মোঃ সালমান হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ জেলা বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন ত্রিশাল উপজেলার অধীনস্থ বিভিন্ন স্ট্যান্ড থেকে চলাচলরত গাড়িগুলো চলাচলের সুবিধার্থে, যাত্রীগণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়ন কর্তৃক ত্রিশাল উপজেলা কমিটি আগামী ০৩ (তিন) বছরের জন্য ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুলের স্বাক্ষরিত উপজেলা কমিটির তালিকা প্রদান ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
কমিটিতে উপদেষ্ঠা ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, ত্রিশাল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, জাতীয় শ্রমিকলীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল নয়ন ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
োবেবি ট্যাক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ত্রিশাল শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ এনামুল হক খান, কার্য্যকরি সভাপতি মোঃ আলী হোসেন, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসেন সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রুবেল সরকার ও প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি