| বুধবার, ২২ এপ্রিল ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের গোলাভিটা এলাকায় হতদরিদ্র পরিবারের সদস্যদের নিকট সিংগাপুর প্রবাসী এনায়েত কবীর ১৪ শত মানুষের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেন। সিংগাপুর প্রবাসী এনায়েত কবীর এর নিজস্ব অর্থয়ানে তার পিতা হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ বুধবার সকালে গোলাভিটা এলাকায় তার নিজ বাড়ীতে হতদরিদ্র মানুষের নিকট খাদ্য সামগ্রী দেন। দেশে করোনা পরিস্থিতিতে এলাকার হতদরিদ্র পরিবারের লোকজন খাদ্য সামগ্রী পেয়ে খুশী। হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ জানান, তার ছেলে সিংগাপুর প্রবাসী কবীবের নিজস্ব অর্থে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকার ১৪ শত শতভাগ হতদরিদ্র পরিবারের সদস্যদের নিকট খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি