| রবিবার, ১৯ এপ্রিল ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল:
ময়মনসিংহের ত্রিশালে একটি ইউনিয়নের স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা পোষাক বিতরণ করেছেন ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের ব্যবসায়ী আলহাজ্ব আফজাল হোসেন । আজ রবিবার সকালে স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা পোষাক গ্রহণ করেন ত্রিশাল উপজেলার স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান পারভেজ। ব্যবসায়ী আলহাজ্ব আফজাল হোসেন জানান, দেশের এই দুর্দিনে স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা পোষাক বিতরণ করি।তিনি আশা প্রকাশ করেন এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রিশাল উপজেলার স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান পারভেজ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ধানীখোলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিছন্নতা বিভাগের সাথে জড়িতদের ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি