| শনিবার, ২৩ মে ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণে পুরো পৃথিবীর মানুষ আজ স্তব্ধ। শ্রমজীবি, হতদরিদ্র মানুষেরা আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। মানুষের কষ্ট অসহ্য হয়ে উঠেছে। প্রাণঘাতী নভেল করোন ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায়দুঃস্থ,দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগনেতা ইকবাল হোসেন।
শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দুই হাজারের অধিক পরিবারের মাঝে এ খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন প্রমূখ।
Posted ২:০২ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি