| মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রাণঘাতি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাকে লক ডাউন ঘোষণা করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন । ১৪ এপ্রিল বিকাল ৭ টার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, ময়মনসিংহ কর্তৃক ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। আজ থেকে ত্রিশালে বাইরে থেকে কেহ প্রবেশ করবে না বা কেহ ত্রিশাল থেকে বাইরে যাবে না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল গ্রাম পুলিশ ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম এই লকডাউন বাস্তবায়ন করবেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি