তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত ওসি আবু ছায়েম মিয়া
তেঁতুলিয়া মডেল থানা নবাগত অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় বলেন, থানায় মামলা বা জিডি করতে কোন প্রকার টাকা লাগে না। পুলিশের কর্মকান্ডকে আরো আধুনিকি করণ কর হয়েছে। আমরা পুলিশ বাহিনী তা ধরে রাখতে বদ্ধ পরিকর। অন্যায় ভাবে বা মিথ্যা মামলায় কাউকে জড়িয়ে হয়রানী করা যাবে না।
বৃহস্পতিবার সকালে তেতুলিয়া মডেল থানা হলরুমে তেতুলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়ার উপজেলার সংঘটিত বিভিন্ন অপরাধ সংক্রান্ত ও থানাকে দালাল মুক্ত করার বিষয়ে মতামত ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সেই সাথে সাংবাদিকদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
এ সময় তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এস কে দোয়েল, আতিকুজ্জামান শাকিল, হাফিজুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন নয়ন, মোবারক হোসাইনসহ সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ২:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি