| বুধবার, ১৩ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
দেশের চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে মানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী মানুষগুলো। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া পরিবারের মাঝে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭মে) বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সাংসদ ছেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা এর সার্বিক সহযোগীতায় অসহায় নারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সমাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়। করোনায় করণীয় সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়। সরকার ঘোষিত বন্ধের সময় অতীব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে ঘরেই অবস্থান করতে আহ্বান করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী। বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলী ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি