| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
জসীম উদ্দীন মুহম্মদ
—————————-
কিছু কথা যাক বাতাসে ওড়ে
কিছু কথা থাকুক বালিশের নিচে চাপা পড়ে
আর কিছু কথা ঢাকা পড়ে থাকুক
অন্য কথার ভিড়ে!
যেভাবে আজকাল জোড়া কবুতর ওড়ে
যেভাবে মক্ষিকা ফুলের পেছনে ঘুরে
যেভাবে ভালো মানুষ গুলো গুমরে মরে
ঠিক ঠিক সেভাবে…!!
যেভাবে লাগামের পেছনে ঘোড়া ছুটে
যেভাবে ভাগাড়ে কবিতার মোহ টুটে
যেভাবে বিড়ালের গলায় পদ্মফুল জুটে
ঠিক ঠিক সেভাবে…!!
ভেবো না, এই মাঘই শেষ মাঘ
মনে রেখো, কখনো মুছে না কষ্টের দাগ!!
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি