| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
মো.তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ১২জন সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় দৈনিক গণমুক্তি কার্যালয়ে খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিউল আযম চৌধুরী লায়নের সহযোগিতায় ও দৈনিক গণমুক্তি জেলা ব্যুরো প্রধান তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও চৌধুরী নুপুর নাহার তাজ এর উদ্যোগ ১২টি পিপিই প্রদান করে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শাহ আলম শাহী বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) একজন সাংবাদিক দায়িত্বকে আরও গতিময় করে তুলবে। পাশাপাশি তাদের দায়িত্ব পালনে প্রাণচাঞ্চল্যতা আনবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা বিপদগ্রস্ত। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাহসীকতার সঙ্গে মাঠ পর্যায় সাংবাদিক তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন। এসময় মো. মিজানুর রহমান ডোফুরা, ফজলুল হক, বিকাশ ঘোষ, উত্তম শর্মা, মো.তোফাজ্জল হোসেন, মো.শমসের আলী ও আব্দুল জলিল, এসআই সোহাগ গাজী এই পিপিই গ্রহণ করেন।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি