| শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী’র স্টিকার লাগিয়ে ডাকাতির প্রস্তুতি সময় মাইক্রোবাস সহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস, দুইটি হাসুয়া, একটি চাকু একটি লোহার পাইপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা তিনটার দিকে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের এতথ্য জানানা।
আটক ডাকাতরা হলেন- জেলা সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মাহবুব আলী শেখ (৩৮),রাশেদ শেখ (৩৮) ও রাকিব হোসেন (২৪)।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. হৃদয় খান, সুজন রায় ও হারুন। তাদের দিনাজপুর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালানো হয়। সেসময় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস থেকে ওই চার ডাকাতকে আটক করা হয়। আটকের সময় ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, আটক ডাকাতরা মাইক্রোবাসটির সামনে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর কাজে নিয়োজিত ও আবার কখনো জরুরি খাদ্য সরবরাহ লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল।
Posted ১২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি