| শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল ১১-২০ গ্রেডের কর্মচারীদের উদ্যােগে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা প্রেস ক্লাবের সামনে ১১-২০ সরকারী কর্মচারীদের ৮ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে ডাকা মানববন্ধন সফল করার জন্য প্রস্ততিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় ‘১১-২০ গ্রেড সরকারী চাকুরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম’ দিনাজপুর জেলা আহবায়ক পরিষদের আহবায়ক শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেড ফোরামের রংপুর বিভাগীয় পরিষদের সদস্য সচিব এ কে এম ইলিয়াস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেডের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, দিনাজপুর জেলা আহবায়ক পরিষদের যুগ্ন আহবায়ক মাজেদুল ইসলাম (মাজেদ),যুগ্ন আহবায়ক নারায়ণ চন্দ্র রায়,যুগ্ন আহবায়ক শ্রী স্বপন কুমার রায়,যুগ্ন আহবায়ক ফরহাদুল ইসলাম সহ এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ১১-২০ গ্রেডের কর্মচাররীরা।
বক্তব্যে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা স্মরণ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়ে ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের দেওয়া ৮ দফা দাবি পূরনের জন্য অনুরোধ জানান।
Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি