| রবিবার, ২৬ এপ্রিল ২০২০
দিনাজপুর প্রতিনিধি:
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। রংপুর বিভাগে এটি দ্বিতীয় ল্যাব যেখানে করোনা ভাইরাস সনাক্ত করা সম্ভব হবে।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় তিনি বলেন, এর ফলে দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় অঞ্চলের মানুষের জন্য সহজে দ্রæততম সময়ে করোনা সনাক্তকরন সম্ভব হবে।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেশ সরকার জনান, গত ১০ এপ্রিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি আরো জনান, আমরা এই ল্যাবে ডাক্তার, টেকনেশিয়ানসহ কর্মরত সবার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পিপিই থেকে শুরু করে সব উপকরন প্রদান করেছি।
এই মেশিনটি দিয়ে একসাথে ৯৪টি করোনা নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে প্রয়োজন হলে দুই শিফটে ১৮৮টি করোনা নুমানা পরীক্ষা করা যাবে। আজ প্রথম দিনে মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।
এসময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস উপস্থিত, প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি