| রবিবার, ৩১ মে ২০২০
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৮২.৭৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬জন। গত বছরের তুলোনায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ও পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এদিকে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও, জিপিএ প্রাপ্তিতে মেয়েদের পিছনে ফেলেছে ছেলেরা।
শিক্ষাবোর্ড সূত্রে জানাযায়, চলতি বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে ২হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১লাখ ৯২ হাজার ৯৮৯জন শিক্ষার্থী অংশগ্রহন করে। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৯৮ হাজার ৮৩৩জন এবং ছাত্রীর সংখ্যা ৯২হাজার ৯৮৮জন। এর মধ্যে ছাত্র পাশের হার ৮১.২২ এবং ছাত্রী পাশের হার ৮৪.৩২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬হাজার ৩২৬ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৫হাজার ৭৬০জন।
এবছর দিনাজপুর শিক্ষাবোর্ডে শতভাগ পাশকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১২২টি এবং কোন শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১টি।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি