| শুক্রবার, ০৬ মার্চ ২০২০
পঞ্চগড় প্রতিনিধি :
সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলমানদের গণহত্যা, নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠন।
শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে পঞ্চগড় শের-ই-বাংলাপার্কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি বের করে মুসল্লিরা।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে অংশ নেয়।
মিছিলকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বিভিন্ন শ্লোগান দেয়। একই সাথে তারা মুজিববর্ষে তার বাংলাদেশ সফর বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসাইন, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি সৈয়দ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড় জেলা সভাপতি কামরুল হাসান প্রধান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ অনুষ্ঠানে কোন বিধর্মী, সন্ত্রাসী প্রধান অতিথি হতে পারেনা।
তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ ১০০ জন কুরআনের হাফেজ দিয়ে কোরআন খতম দেয়া হবে।
সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলমানদের গণহত্যা, নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।
Posted ১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি