তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ০৫ জুন ২০২১
স্থানীয়ভাবে পর্যটন উন্নয়ন ও পর্যটক সেবা সৃষ্টির লক্ষে তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষণ। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে পর্যটনকর্মী ও সাংবাদিক, উদ্যোক্তাসহ পর্যটন সংশ্লিষ্ট ৩০ জন এ প্রশিক্ষনে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
দুইদিন ব্যাপী এ কর্মশালায় বিটিবির জাহিদ অনিকের সঞ্চালনায় অনলাইন মিটিং অ্যাপ জুমের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া প্রমুখ।
কর্মশালায় কমিউনিটি বেইজড ট্যুরিজমের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা, খাবার, বাসস্থানসহ সার্বিক বিষয়ে আকৃষ্ট করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সেই সাথে বহমান কাল ধরে চলে আসা সামাজিক বৈচিত্র্যময় কালচার ও স্থানীয় গুরুত্বপূর্ণ স্থান পর্যটন এলাকা হিসেবে হিমালয় পর্বত, কাঞ্চনজঙ্ঘা, সবুজে ঘেরা সৌন্দর্যের চা বাগান, পাথর, নদ-নদী, গ্রামীণ সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরার কৌশল বুঝিয়ে দেয়া হয়।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি