| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
নিজেস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জ থেকে আড়াই কেজি গাঁজাসহ কোমর আলী (২৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার বিকালে গাঁজা ব্যবসায়ী কোমর আলীকে আটক করা হয়।
আটককৃত গাঁজা ব্যবসায়ী কোমর আলী (২৮) ওরফে ফারুক বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কোনাবালা পাড়া এলাকার মালেকের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের এএসআই রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল দেবীগঞ্জের ভাউলাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে আড়াই কেজি গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে।
এ দেবীগঞ্জ থানার ওসি তদন্ত শাহা আলম বলেন,আড়াই কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী কোমর আলীকে আটকের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।
Posted ৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি