পঞ্চগড় প্রতিনিধি : | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
স্বামীর সাথে বিভিন্ন পূজা মন্ডবে মোটরসাইকেলে ঘুরছিলেন সুবর্ণা রাণী (২৬)। কিন্তু বাড়ি ফিরতে হলো লাশ হয়ে। আজ রবিবার সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন মন্ডপে পূজা দেখে ফেরার পথে উপজেলার নতুন বন্দর মগবাজার এলাকায় বোম্বেসুইটস্ এর ফ্যাক্টোরির সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। নিহত গৃহবধু সুবর্ণা রানী উপজেলার সোনাহার ইউনিয়নের মহেন্দ্র রায় (৩৫)। এঘটনায় স্বামী ও সন্তান কাব্য রায় (২) আহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দূর্গাপূজা উপলক্ষে স্বামীর সাথে সন্তানকে নিয়ে বিভিন্ন মন্দীরে ঘুরতে যান সুবর্ণা। তারা সন্ধায় মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে বোম্বেসুইটস্ ফ্যাক্টোরির সামনে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কাদেয়। এতে চালক স্বামী ও সন্তান আহত হলেও সুবর্ণা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এদিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুরে প্রেরণ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান ওই গৃহবধূর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকট আটক করা হয়েছে। তবে ট্রাকের চসলক ও হেলপার পালিয়ে গেছে।
Posted ২:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি