দেবীগঞ্জ প্রতিনিধি | বুধবার, ১১ নভেম্বর ২০২০
পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে ডাকবাংলো প্রাঙ্গণে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে উপজেলা যুবলীগ আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাজু আহমেদ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জজ, উপজেলা যুবলীগ নেতা সোহেল, মন্জুরুল ইসলাম মনু, হিরু, স্বপনসহ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি