| মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক রাহাত হাসান রনি দেবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এবং দৈনিক ভোরের দর্পণ ও দি বাংলাদেশ টুডে পত্রিকায় দেবীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এই ঘটনায় সাংবাদিক রনি দেবীগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নাম্বার-৪৩, তারিখ ০১/১১/২০২০।
জানা যায়, শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় রনি দেবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দিয়ে এক সহকর্মীসহ যাওয়ার সময় অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ তাদের ডেকে বিভিন্ন বিষয়ে অসংযতভাবে কথা বলতে থাকেন। অসংযতভাবে কথা বলার কারণ জানতে চাইলে আসাদ রনিকে মারার জন্য তেড়ে আসেন এবং গুম করে হত্যা করার হুমকি দিতে থাকেন।
এই বিষয়ে রনি বলেন, গত বছর ২২ অক্টোবর আসাদের বিরুদ্ধে একটি অনলাইন প্রত্রিকায় ‘চাঁদার জন্য এক আওয়ামিলীগ নেতাকে আরেক আওয়ামিলীগ নেতার মারধর’ এবং দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় ‘দেবীগঞ্জে চাদা না পেয়ে মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে আমিসহ আরো কয়েকজন সাংবাদিক সংবাদ প্রকাশ করেন। এরপর থেকে বেশ কয়েকবার আসাদ আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছেন। শনিবারের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগার কারণে দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি।
অভিযোগের ব্যাপারে জানতে আসাদের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৩:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি