| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মরত ৬ জন সাংবাদিককে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উপহার দিলেন ছাত্রলীগের সভাপতি ও সদর ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল আলম এমু। বুধবার (২৯ এপ্রিল) দুপরে দেবীগঞ্জ প্রেস ক্লাবের ৬জন সাংবাদিকদের হাতে পিপিই উপহার হিসেবে তুলে দেন তিনি।
মহামারী করোনা দুর্যোগের সময়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনে স্বাস্থ্যকর সুরক্ষায় এমন উদ্যোগ গ্রহণের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।
এ ব্যাপারে আশরাফুল আলম এমু বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থাবায় বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা।
সেদিক চিন্তা করেই সাংবাদিক ভাইদের স্বাস্থ্য সুরক্ষা জন্য কিছু পিপিই উপহার দিলাম। একই সাথে তিনি সদর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের র্পিপিই উপহার দেন।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি