তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | বুধবার, ২৩ জুন ২০২১
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক সবুজ নিশান পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সবুজ নিশান পাঠক ফোরামের আয়োজনে তেঁতুলিয়া ক্লাবে জার্নালিস্টস ক্লাবের আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রæপের সভাপতি আব্দুল লতিফ তারিন, দৈনিক সবুজ নিশানের বিশেষ প্রতিনিধি এস কে দোয়েল, জার্নালিস্টস ক্লাবের আহসান হাবীব, মোবারক হোসাইন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতনসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি কাজী মাহমুদুর রহমান ডাবলু পত্রিকাটির পাঠক প্রিয়তা, বস্তুনিষ্ঠতার ভূয়সী প্রশংসাসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Posted ৩:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি