| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে প্রাইভেট প্রোটেকশন ইকুয়েপমেন্ট পিপিই সরবারাহ অনুষ্ঠানে সকল চেয়ারম্যান কে মাঠে থেকেই করোনা প্রতিরোধ ও সহায়তা কার্যক্রম করতে, মানুষের পাশে থাকতে আহ্বান জানান এমপি সরওয়ার জাহান বাদশাহ।
বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাস প্রকোপে দেশে অঘোষিত লকডাউন সৃষ্টি হলে অন্যান্য উপজেলার মতো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাবসায়ী মহল,সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রশাসনের পাশাপাশি কাজ করছেন করোনা প্রতিরোধ ও ত্রাণ সহায়তা কার্যক্রমে।
কুষ্টিয়ার কোন উপজেলাতেই এখনও পর্যন্ত করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি,তবে উপসর্গ নিয়ে দৌলতপুরে একজনের মৃত্যুর খবর এসেছে। এরই মধ্যে ঘরবন্দী মানুষদের খাদ্য সঙ্কট তৈরি হতে শুরু করেছে।
বুধবার এসময় দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন উপস্থিত থেকে পিপিই বিতরণ কার্যক্রমে অংশ নেন। ১৪টি ইউনিয়নের সকল চেয়ারম্যান উপস্থিত থেকে করোনা প্রতিরোধ ও সহায়তা কার্যক্রমের আপডেট নিয়ে আলোচনা করেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহী, সবেক ছাত্র নেতা সরদার আতিকের পক্ষে ১৪ ইউনিয়ন চেয়ারম্যান কে পিপিই প্রদানের উদ্যোগ নেয়া হয়।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি