| বুধবার, ১৫ এপ্রিল ২০২০
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ যাদেরকে সমাজের বোঝা ভাবা হয়, তারা যে সমাজের বোঝা নয় তারই প্রমান করেছে কুষ্টিয়ার দৌলতপুরের প্রতিবন্ধীরা।
বিশ্বব্যাপি করোনা ভাইরাস আতঙ্ক চলছে। বাংলাদেশও তার বাইরে নয়। আর এই করোনা ভাইরাস থেকে নিরাপদ ও মুক্ত থাকতে সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করে চলেছে কয়েকজন প্রতিবন্ধী। নিজেরাই মাস্ক তৈরী করে পাড়া মহলা ও বিভিন্ন সড়কে মাস্ক বিহীন পথচারীদের মাঝে তা সরবরাহ করছেন তারা।
ভিক্ষা নয় কর্ম চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে দৌলতপুরে ‘সবার সাথে জীবন গড়বো’ একটি প্রতিবন্ধী সংগঠন এবার করোনা ভাইরাস থেকে নিরাপদ ও মুক্ত থাকতে সবার মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে। প্রতিবন্ধীদের তৈরী করা মাস্ক সর্বসাধারণ ও পথচারীদের মাঝে তারা নিজেরাই বিতরণ করে সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে নিরাপদ ও মুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। আর প্রতিবন্ধীদের এ মহৎ উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
অদৃশ্য এ ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখার পাশাপাশি মাস্কবিহীন সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরী করতে পেরেও যেমন খুশি প্রতিবন্ধীরা। আবার মাস্ক বিতরণ করতে পেরেও নিজেকে ভাল কাজের সাথে সম্পৃক্ত করার মাঝে অনন্দ অনুভব করছেন বলে জানিয়েছেন প্রতিবন্ধী সামেদুল ইসলাম। প্রতিবন্ধকতা থাকা সত্বেও নিজেরা আত্মনির্ভরশীল হয়েছেন। করেছেন অন্য প্রতিবন্ধীদেরকেও। তাই বর্তমান করোনা ভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখার পাশাপাশি সাধ্যমত সর্বসাধারণকে মাস্ক দিয়ে তাদের নিরাপদে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন সবার সাথে জীবন গড়বো প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মো. রূপচাঁদ আলী ।
করোনা কাউকে করছেনা করুনা। আর সমাজের আত্মনির্ভরশীল হওয়া প্রতিবন্ধী মানুষগুলো কারোর করুনা না নিয়ে করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে মাস্ক বিতরণ করে সৃষ্টি করেছে উজ¦ল দৃষ্টান্ত। যা থেকে জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের শিক্ষা নেওয়া উচিৎ বলে মনে করেন সচেতন মহল।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি