| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় দৌলতপুরে শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ সংলগ্ন মানিকদিয়াড় গ্রামের মাদ্রাসা শিক্ষক ফজলুল হক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় সংঘবদ্ধ চোরেরা তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে স্বর্নালংকার, টেলিভিশন ও আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় একমাস পূর্বে শিক্ষক ফজলুল হক স্ব-পরিবারে ঢাকায় গিয়ে আত্মীয়ের বাড়িতে করোনার কারনে আটকা পড়েন। পাশের টিনসেড ঘরে এক ভাড়াটিয়াকে রেখে বাড়িতে তালা মেরে যাওয়ার পর কেউ বাড়ির খোঁজখবরও রাখেননি। ভাড়াটিয়া জয় দিনমজুর গত বিশদিন কোন কাজ নাথাকায় গত ৪-৫ দিন হলো দেশের বাড়ী মীরপুরে যাওয়ায় আজ মঙ্গলবার সকালে ভাড়াটিয়া জয় দেশের বাড়ী মিরপুর থেকে এসে মেইন গেটের তালা খুলে দেখে ভেতরের দরজার তালা ভাঙ্গা তাৎক্ষনিক ভাড়াটিয়া জয় প্রতিবেশিদের বিষয়টি জানালে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে ১ লক্ষ ৫৫ হাজার টাকার স্বর্নলংকারসহ প্রায় ২লক্ষ টাকার সম্পদ চুরির কথা উল্লেখ করা হয়েছে।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি