| রবিবার, ০৩ মে ২০২০
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া গ্রামে ঢাকা থেকে এক করোনা পজিটিভ রোগী বাড়ি আসায় তার স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া গ্রামের আনারুল ইসলাম পবন নামে এক ব্যক্তি রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে একটি সিকিউরিটি কোম্পানির গার্ডের চাকরি করত। সম্প্রতি ঢাকায় সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সে করোনা পজিটিভ হওয়ায় সংশ্লিষ্ট সিকিউরিটি কোম্পানি তাকে ছুটি দিয়ে বাসায় থাকতে বলে। কিন্ত আনারুল ইসলাম পবন বাসায় না থেকে শনিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগ্রাম বিশ্বাসপাড়ায় চলে আসে। সে করোনা পজিটিভ হওয়ায় ভয়ে তার স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িটি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ৭:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি