| মঙ্গলবার, ১২ মে ২০২০
প্রথম দৃষ্টি খেলাধুলা ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এবং বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের সামনে নিজের দ্বিতীয় কন্যা সন্তানের ছবিসহ পরিবারের ভিডিও প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১২ মে) সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসানের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘আমাদের সন্তান আমাদের জান্নাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ’।
গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান।
একটি ভিডিও বার্তার মাধ্যমে শাকিব আল হাসান বলেন,‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। তাই আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন সে যেন সুস্থ-সবল থাকে এবং তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি