ইভা আলমাস | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
কবে যেন এসেছিলে আমার কাছে আগের চেয়েও নিবিড় সখ্যতায়
বন্ধ অর্গল বেয়ে ঝপাৎ করে পড়লে বসে লাল গালিচা পাতা অন্তরাত্মায়।
কী ভেবে আবার কিশোরী মনে
মহাসমুদ্রের গর্জন অজানা প্রত্যাশায়।
বর্ষণমুখর ঘোরের ছটায়
তোমার সান্নিধ্যের আঙিনায়
দিন-রাত সকাল-সন্ধ্যা বলে কিছুই থাকলো না আমার ,
মিলেমিশে একাকার হলো সবকিছু
পরশ প্রচ্ছায়ায় ।
তারপর, তারপর কেটেছে অপেক্ষায়
কতশত ফাল্গুনী মোহমায়ায়
প্রহরগুলি যাচ্ছে ভেসে সঙ্গমের নীল মোহনায়।
অথচ তুমি আবার আগের মতই
নিখোঁজের তালিকায়!
ঠিক জানিনা কোথায় আছো কেমন আছো।
আজ হঠাৎ করে দেখি
কালশিটে ছায়ার হাত ধরে যাচ্ছো
কেমন আয়েশি মায়ায়,
আমার আঙিনার পাশে ওই রেস্টুরেন্টে বসে খুলছো মনের ডালা
ভাগ দিচ্ছো নতুন কোন প্রেম পসারিণীকে।
কোন ফুলকে তো ভ্রমরের গায়ে বসতে দেখিনা
ভ্রমরই ফুলের গায়ে বসে ফুলকে করে অপবিত্র
তবে কেন বহুরূপী পুরুষ নয় দেহপসারিণী?
া কারের আবরণে যদিও মেয়েদের করো পরিহাস ,
আমার কাছে আজ তুমি শুধুই বেশ্যালয়ের দাস ,
যেন দ্বৈরথে যুগলবন্দী…
২৯/০১/’১৯
গাজীপুর ।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি