পঞ্চগড় প্রতিনিধি | সোমবার, ১২ অক্টোবর ২০২০
পঞ্চগড় সদর উপজেলায় গরুর জন্য ধানক্ষেতে ঘাস কাটার সময় বিদ্যুৎপষ্ট হয়ে আনজু বেগম নামে ২৫ বছর বয়সী এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ আনজু বেগম ওই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে গৃহবধূ আনজু বেগম বাড়ির পাশে একটি ধানক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে এসময় ধানক্ষেত পানি নিষ্কাশনের মোটরের তারের সঙ্গে জড়িয়ে পড়লে বিদ্যুয়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খুজাখুজির পর ধানক্ষেত থেকেতার মৃত দেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন ওই গৃহবধূ বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি