| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
কবির হোসেন টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ এপ্রিল ২০২০, উপজেলার ভাড়রা ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
এ সময় ভূমি অফিসার তারিন মসরুর বলেন, ধলেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর থানার এস.আই সাইদুর , উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জাহিদুর
রহমান,গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি