| বুধবার, ১৯ আগস্ট ২০২০
কবির হোসেন,টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে বন্যার্তের মাঝে ওয়ালটনের সহায়তায় ৩ হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১৯ আগষ্ট) উপজেলার মোকনা সহ ১১টি ইউনিয়নে ওয়ালটন বাংলাদেশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
উল্লেখ্য, নাগরপুরে দীর্ঘস্থায়ী বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি। আকষ্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। নষ্ট হয়েছে বীজতলা। বাড়ির উঠানে হঠাৎ পানিতে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্ধ। দিশেহারা কৃষক। এ সময় আরও উপস্থিত ছিলেন,মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোঃ রিপন মিয়া ম্যানেজার (এসপিও) ওয়ালটন প্লাজা নাগরপুর, ট্যাগ অফিসার জয়নাল আবেদীন ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি