| রবিবার, ১৯ এপ্রিল ২০২০
কবির হোসেন নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে থাকা কর্মহীন দিনমজুর নারী পুরুষদের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ ।
আজ ১৯এপ্রিল ২০২০, উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন কাজের উদ্বোধন করেন দপ্তিয়র ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ ছিদ্দিক ।
এ সময় চেয়ারম্যান ফিরোজ বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে, সে দোয়া করতে হবে। মানুষ যেন সরকারের ঘোষণা মান্য করে আপাতত নিজ নিজ বাড়ি, বাসায় অবস্থান করে। এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর,দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার , ইউপি সচিব জহিরুল ইসলাম জুয়েল,ইউপি সদস্যবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি