| বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
কবির হোসেন, টাংগাইল জেলা প্রতিনিধি : টাংগাইল নাগরপুরে ভাড়রা গ্রামের মোঃ সালাউদ্দিন আল শাহীনের দুইটি পুকুরের মাছ বন্যার পানিতে অবমুক্ত হয়েছে। পুকুরের পাড় ভেঙ্গে তলিয়ে গেছে।পুকুর পাড়ে লাগানো ৩০০ শত পেঁপে গাছও পানিতে মরে গেছে।
সালাউদ্দিন আল শাহিনের সাথে কথা বলে জানা যায়, তার পেঁপে গাছের শুধু পেঁপে
বিক্রি করা যেত ২লাখ টাকা।কাঁচা পেঁপেই দাম হয়েছিল ২ লাখ টাকা। কিন্তু তা তিনি বিক্রি করেননি। কারন তখন পেঁপে গাছে ফুল ছিল তার ধারনা ছিল পেঁপে ধরলে আরো বেশি লাভবান হওয়া যাবে। এই আশায় তিনি পেঁপে বিক্রি করেন নি। এদিকে তার পুকুরে বন্যার পানি প্রবেশ করায় পুকুরের মাছও বের হয়ে গেছে, বাঁধ দিয়ে ও শেষ রক্ষা হয়নি। পুকুরের মাছ চলে যাওয়ায় ও পেঁপে গাছ নষ্ট হওয়ায় তিনি অর্থনৈতিক ভাবে ব্যপক ক্ষতি গ্রস্থ হয়েছেন। তিনি প্রত্যাশা করেন, তার এই বিপদে সরকার তার পাশে দাঁড়াবে, তাকে সহযোগিতা করবে।
Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি