| মঙ্গলবার, ১৯ মে ২০২০
মোঃকবির হোসেন, জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের নাগরপুরে সেহরাইল যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে কর্মহীন লোকদেরকে মাঝে বেশ কিছু পরিবারকে সহায়ক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীনদের মাঝে এসব সামগ্রী উপহার দেয়া হয়। এ সময় সুবিধা ভোগীদের মাঝে চাল , তেল চিনি,সেমাই ও সাবান প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শাহিনুর রহমান শাহিন, সভাপতি,,৯নং ওয়া্ড আওয়ামী লীগ, মো: সোহেল খান, হিসাব রক্ষণ কর্মকর্তা,ঢাকা ওয়াসা, হাবিবুর রহমান (হবি) প.প. কর্মকর্তা, ভাদ্রাইউনিয়ন,শামসুল ইসলাম (রিফাত) ইউপি সদস্য ৯নং ভাদ্রা ইউনিয়ন মোঃ সাইফুল ইসলাম,এস ,আই, বাংলাদেশ পুলিশ, শহিদুল ইসলাম শিক্ষক, নেকবার খান দলিল লেখক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ প্রসঙ্গে মোঃসোহেল খান বলেন, সরকারের পাশাপাশি আমাদের মতো যুবকরা প্রতিটি গ্রামে উদ্যোগ নিয়ে এ ভাবে কর্মহীন লোকদেরকে মাঝে দাঁড়ালে মানুষ গুলোরএকটু হলেও কষ্ট লাঘব হবে।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিতি ছিলেন মোখলেছুর রহমান মালেক , নজরুল ইসলাম খান ,
লিটন খান,পারভেজ খান রাকিব খান,ও করিম প্রমুখ।
Posted ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি