| সোমবার, ২০ এপ্রিল ২০২০
কবির হোসেন,নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে অবস্থানরত হট লাইনে ফোন দেয়ায় কর্মহীন ১৫টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমতিয়ার রহমান (২০ এপ্রিল) সোমবার ১৫টি পরিবারের মাঝে দশ কেজি চাউল,
দুই কেজি আলু, এক কেজি ডাউল বিতরন করে। এসময় এফপিআই মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান করোনা ভাইরাস জনিত কারনে যেসকল মানুষ প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করতো তারা এখন গৃহ বন্ধি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা সাধারণ জনগনের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে অবস্থান করছি।
এসময় উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি