প্রথম দৃষ্টি ডেস্ক : | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় রাজধানীর কেরাণীগঞ্জ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মিটফোর্ড হাসপাতালে রাখলে শিমুর বড় ভাই খোকন।মরদেহ সনাক্ত করেন
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাইমা ইসলাম শিমু নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিমুর। অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিমসহ অনেক গুণী অভিনেতাদের সাথে। ৫০ টিরও বেশি নাটকে অভিনয় করেছেন শিমু।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি