| সোমবার, ১১ মে ২০২০
ক্যাপশন : তেরখাদা পূর্বপাড়ার নিরুপায় কৃষক আশিক মোল্যার পানিতে নিমজ্জিত ধান শ্রমিক সংকটের কারণে ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ নেতা খান মোঃ ফরহাদুজ্জামান সুমন,তেরখাদা উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক, শেখ হুসাইন আহমেদ, সেবক নেতা নয়ন লশ্কর,ইমন মোল্যা,ছাত্রলীগ নেতা মেহেদি হাসান আকিব, চৌধুরী জহির উদ্দিন, আবির মোল্লা, মোঃ নাঈম শেখ, শেখ সুজন, আবুজার ছাকতী প্রমুখ ধান কেঁটে দেন।
Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি