| শনিবার, ১৬ মে ২০২০
নেত্রকোনা সংবাদদাতা :
নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে সংঘর্ষে দু’দলের অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশরপাশা কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
আহত ৪ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- প্রাণতোষ সাহা (৫৭), রুস্তম মিয়া (৫৫), সঞ্চিত সাহা মরু (৪৮) ও সুবল সাহা (৪৫)। তারা সবাই বিশরপাশা গ্রামের বাসিন্দা।
বিশরপাশার সঞ্চিত সাহা মরু বলেন, আমার কেনা ওই গ্রামের কালি মন্দিরের পাশে এক চিলতে জায়গায় ঘর নির্মানের জন্য শনিবার সকালে গেলে প্রাণতোষ সাহা ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমি ও আমার ৫/৭ জন লোক গুরুতর হই।
একই গ্রামের প্রাণতোষ সাহার ছেলে গণেশ সাহা বলেন, ওই জায়গাটি মূলত সরকারি খাস জমি। এ জায়গায় আমার বাবাসহ একই গ্রামের প্রাণতোষ সাহা, রুস্তম মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহা দখলে রয়েছে। কিন্তু শনিবার সকালে এ জায়গাটুকু জবর দখল করে ঘর বাধতে আসে সঞ্চিত সাহা মরু ও তার লোকজন। এ সময় মরু ও তার লোকজনকে বাধা দিলে তারা আমার বাবাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তাছাড়া, জমির দখলকৃত অন্য মালিক রুস্তম মিয়াকে সাবল দিয়ে হাতে আঘাত করাসহ মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহাকে খুব মারপিট করে।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল করীম জানান, সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি